চোরাচালানের পণ্য জব্দ করায় কাস্টমস কর্মকর্তাকে হুমকি, থানায় জিডি
৯ জানুয়ারি ২০২২ ২২:১৯
যশোর: ভারতে যাতায়াতকারী লাগেজ পার্টির চোরাচালানের পণ্য জব্দ করায় বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. আব্দুল কাইয়ুম হুমকি পাচ্ছেন। চোরাচালানিরা তাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিয়েছে, এ ঘটনায় গত ৩০ ডিসেম্বর জীবনের নিরাপত্তা চেয়ে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ডিসি আব্দুল কাইয়ুম।
জানা যায়, কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আব্দুশ রশিদ মিয়া বেনাপোল যোগদানের পর পরই ভারতে থকে আসা কয়েক কোটি টাকার চোরচালানের মালামাল জব্দ করেন। এসময় আদায় করা হয় ৩০ লাখ টাকার রাজস্ব।
বেনাপোল কাস্টমস হাউসের উপ কমিশনার মো. আব্দুল কাইয়ুম বলেন, ‘দীর্ঘদিন ইমিগ্রেশনে কর্মরত থাকায় এখানে একটি অসাধু চক্র তৈরি হয়েছে। আমাকে বিভিন্ন সময় গণপরিবহনে করে কর্মস্থানে যেতে হয়, সে সময় আমি লক্ষ্য করেছি, কিছু লোক আমাকে অনুসরণ করে যা আমার কাছে নিরাপদ মনে হয়নি। যার ফলে আমি বেনাপোল পোর্ট থানায় একটি জিডি করেছি।’
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘বেনাপোল কাস্টমস হাউসের পক্ষ থেকে একটি জিডি নেওয়া হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, যাত্রীরা ব্যাগেজ রুলস অনুসারে পণ্য পরিবহন করতে পারবেন। কেউ যদি ব্যাগেজ রুলসের অতিরিক্ত পণ্য আনেন তাহলে সেটা ডিএম করা হয়। পরবর্তীতে রাজস্ব আদায় করে পণ্য ছাড় দেওয়া হয়। এখানে কাউকে হয়রানি করা হয় না।’
সারাবাংলা/এমও