Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইপ্রাসে মিলল নতুন ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২২ ১১:১২

ইউরোপের দেশ সাইপ্রাসে করোনার ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্টের সংমিশ্রণে কোভিডের নতুন ডেল্টাক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে।

সাইপ্রাস ইউনিভার্সিটির জীববিজ্ঞানের অধ্যাপক এবং বায়োটেকনোলজি ও মলিকুলার ভাইরোলজি ল্যাবরেটরির প্রধান লিওনডিওস কোস্ট্রাইকিস বলেছেন, ‘বর্তমানে ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ অব্যাহত রয়েছে। এবং এর মধ্যেই এমন এক স্ট্রেইন খুঁজে পাওয়া গেছে, যা এ দুটির সংমিশ্রণে গঠিত।’

কোস্ট্রাইকিস বলেন, ডেল্টা জিনোমের মধ্যে ওমিক্রন-সদৃশ জেনেটিক তথ্য শনাক্ত হওয়ার কারণে নতুন ধরনটির নাম রাখা হয়েছে ডেল্টাক্রন। এরই মধ্যে এই ভ্যারিয়েন্ট সংক্রমণের ২৫টি ঘটনা শনাক্ত করেছেন তারা। ডেল্টাক্রনে আক্রান্তদের জিনগত তথ্য আন্তর্জাতিক তথ্যভাণ্ডার জিআইএসএআইডি’র কাছে পাঠানো হয়েছে। জিআইএসএআইডি করোনাভাইরাসের বিভিন্ন ধরন ট্র্যাক করে থাকে।

অধ্যাপক লিওনডিওস কোস্ট্রাইকিস বলেন, ‘নতুন এ ধরনটি আরও ক্ষতিকর বা আরও সংক্রামক কি না কিংবা এটি ডেলটা ও ওমিক্রনের জায়গা দখল করে কি না, তা কিছুদিনের মধ্যেই জানা যাবে।

তবে, তার ব্যক্তিগত ধারণা হলো— নতুন স্ট্রেইনটি অতিসংক্রামক ওমিক্রন ধরনকে ছাপিয়ে যেতে পারবে না।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর