Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিল বন্ধ, রাজধানীতে তীব্র যানজট

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২২ ১২:২৬

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন উপলক্ষে হাতিরঝিলের সবগুলো প্রবেশপথ বন্ধ থাকায় রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে।

ট্রাফিক বিভাগ বলছে, বেলা ১টার পরে হাতিরঝিল খুলে দেওয়ার হবে। তখন রাস্তায় যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে।

অফিস-আদালত খোলা থাকায় সোমবার (১০ জানুয়ারি) সকাল ৮টা থেকে খিলক্ষেত-মহাখালী; রামপুরা-বাড্ডা; মগবাজার-মহাখালী; তেজগাঁ লিঙ্ক রোড-আগারগাঁও; কাকরাইল-মৌচাক সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

ডিএমপির যুগ্ম কমিশনার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, দুপুরের পর সড়ক স্বাভাবিক হবে। এখনো সড়কে যান চলাচল করছে তবে ধীরে ধীরে চলছে।

এদিকে সোমবার (১০ জানুয়ারি) ভোর ৫টা থেকে ৭ ঘণ্টার জন্য হাতিরঝিল ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রেখেছে পুলিশ। রেইনবো ক্রসিং থেকে মগবাজার-মৌচাক রুটে হাতিরঝিলের পরিবর্তে গুলশান, বনশ্রী, রামপুরা ও বাড্ডা যেতে নগরবাসীকে হাতিরঝিল এড়িয়ে রামপুরা ইউ-লুপ ও ইসলাম টাওয়ার থেকে গুলশান-বাড্ডা লিংক রোড ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছিল।

সারাবাংলা/ইউজে/একেএম

যানজট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর