পোশাক কর্মী স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন
১০ জানুয়ারি ২০২২ ১৬:৩৫
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে স্ত্রীকে খুনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ রায় দিয়েছেন।
দণ্ডিত আলেক শাহ’র বাড়ি নেত্রকোণা জেলায়। স্ত্রী নিয়ে থাকতেন চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ওয়াসা গলির আম্বিয়া ভবনে।
২০১৬ সালের ২৫ অক্টোবর রাতে ঝগড়ার জেরে স্ত্রী আশা মনিকে গলায় গামছা পেঁচিয়ে খুন করেন আলেক শাহ। আশা মনি পোশাক কারখানার কর্মী ছিলেন। হত্যাকাণ্ডের পর গ্রেফতার হওয়া আলেক শাহ আর কারাগার থেকে বের হতে পারেননি। সোমবার রায় ঘোষণার সময় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।
চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী সারাবাংলাকে জানিয়েছেন, আশা মনিকে খুনের ঘটনায় তার মা বাদি হয়ে ইপিজেড থানায় মামলা দায়ের করেছিলেন। ২০১৬ সালের ৬ ডিসেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষ ১১ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে।
সারাবাংলা/আরডি/একে