Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাণ ফিরেছে বাণিজ্যমেলায়

আশিকুর রহমান হান্নান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২২ ১৮:০৩

নারায়ণগঞ্জ: যতই দিন যাচ্ছে ততই বেচা-বিক্রি বাড়ছে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। সকল জল্পনা কল্পনা শেষে বিক্রেতাদের মুখে হাসি ফুটতে শুরু করেছে। মেলায় দর্শনার্থীদের সমাগমে বিক্রেতাদের স্বপ্ন পূরণ হতে চলছে। কেটে গেছে তাদের শঙ্কা। সব সংশয় কেটে গিয়ে প্রাণ ফিরেছে বাণিজ্য মেলার। দেশি-বিদেশি পণ্যের প্রচার, প্রসার ও বিক্রিতে পূর্ণাঙ্গ রূপ পেয়েছে এবারের মেলা।

বিজ্ঞাপন

মেলার গেইটে ঢুকেই কেউ ছবি তুলছেন; কেউবা মোবাইল ভিডিও লাইভে স্বজনদের দেখাচ্ছেন মেলা প্রাঙ্গণের দৃশ্য। অনেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। পাশাপাশি কেনাকাটাও করছেন। পছন্দের জিনিসপত্র কিনছেন দাম দর করে। কেউ কেউ জিনিসপত্র দেখে শুনে যাচ্ছেন পরে এসে কেনার আশায়। মেলা পুরো জমে ওঠার কারণে ব্যবসায়ীরা অনেক খুশি। দিন যত বাড়বে মেলায় ক্রেতা-দর্শনার্থী বাড়বে বলে আশাবাদী বি‌ক্রেতারা। প্র‌তি‌দিনই ক্রেতা ও দর্শনার্থীরা বিকেল তিনটার পর মেলায় ভিড় করে। মেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ফার্নিচার এবং ইলেক্ট্রনিক সামগ্রীর স্টলগুলো ক্রেতা এবং দর্শনার্থীদের নজর কাড়ছে। খাদ্য সামগ্রীর স্টলগুলোতে ক্রেতাদের আনাগোনা বেড়েছে।

বিজ্ঞাপন

সরেজ‌মিনে গি‌য়ে জানা গে‌ছে— নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জের পূর্বাচ‌লে বঙ্গবন্ধু বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এবারের ঢাকা আন্তর্জা‌তিক বাণিজ্য মেলায় ছোট-বড় মিলে ২২৫টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের পসরা নিয়ে হাজির হয়েছে। আগের মতো খোলা আকাশের নিচে এবারের মেলা হচ্ছে না। প্রদর্শনী কেন্দ্রের স্থায়ী অবকাঠামোর ভেতরে ও বাইরে মিলিয়ে এবারের মেলা সাজানো হয়েছে। এক্সিবিশন সেন্টারের ভেতরে ও বাইরে বেশ ফাঁকা রেখে স্টলগুলো সাজানো হয়েছে। এতে ক্রেতা ও দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারছেন।

স্টল মা‌লিক, ক্রেতা ও দর্শনার্থী বলেন, ‘এখানে মেলা হওয়ায় খুব ভালো হয়েছে। এখানে খোলামেলা পরিবেশ। এই এলাকায় এমনও মানুষ আছে যারা কখনো আগারগাঁওয়ের বাণিজ্য মেলায় যাননি। তারা এখন এখানে আসছেন। মেলার সৌন্দর্যই হলো ক্রেতা-দর্শনার্থী। তাদের আগমন যত বাড়বে মেলার সৌন্দর্য তত বাড়বে। আমাদের প্রত্যাশা, সামনে ক্রেতা-দর্শনার্থী আরও বাড়বে। এ বছর মেলা ক্রেতামুখী করতে কমদামে নিজেদের প্রেডাক্ট ছেড়েছে বিভিন্ন কোম্পানি। রয়েছে বিশেষ ছাড়ও। ছোট প্রতিষ্ঠানের স্টল দেওয়া মালিকদের দুশ্চিন্তা কেটে গেছে। ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় বিক্রিও বেড়েছে প্রচুর। তাতে লাভের আশা করা যাচ্ছে। স্টলে বিক্রি ও পণ্য উপস্থাপন কার্যক্রম পুরো দমে চালু হয়ে গেছে। ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে অবশেষে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে। এ ছাড়া, আন্তর্জা‌তিক বাণিজ্য মেলা এবার রূপগ‌ঞ্জে হওয়ায় খু‌শি স্থানীয় এলাকাবাসী। তারা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে ধন্যবাদ জা‌নিয়েছেন।

এদিকে, মেলায় ক্রেতা-দর্শনার্থী বাড়ায় অনেকটা হাঁফ ছেড়ে বেঁচেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল মালিকরা। দর্শনার্থী বাড়ার পাশাপাশি বিক্রিও হচ্ছে ভালোই। মেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ফার্নিচার এবং ইলেকট্রনিক সামগ্রীর স্টলগুলো ক্রেতা এবং দর্শনার্থীদের নজর কাড়ছে। এ ছাড়া খাদ্যসামগ্রীর স্টলগুলোতে ক্রেতাদের আনাগোনা বেড়েছে।

রাজধানীর পল্টন থেকে মেলায় আসা ইয়া‌ছিন মিয়া বলেন, ‘প্রতিবার মেলায় ঘুরতে আসি। এবারের মেলায় প্রথম এলাম। মেলার পুরো প্রাঙ্গণ ঘুরে দেখার ইচ্ছা আছে। ঘুরতে ঘুরতে কিছু পছন্দ হলে কিনব। তবে নির্দিষ্ট কোনো পণ্য কেনার জন্য মেলায় আসিনি। মেলায় আসার মূল উদ্দেশ্য পরিবার নিয়ে ঘোরাঘুরি করা।’

সি‌দ্ধিরগ‌ঞ্জের বাসিন্দা মোহাম্মদ হোসেন বলেন, ‘মেলার প্রথম থেকে পরিবার নিয়ে আসার ইচ্ছা ছিল। সময় সুযোগ করতে না পারায় এতদিন আসা হয়নি। পরিবারের জন্য প্রয়োজনীয় কিছু গৃহস্থালি সামগ্রী কেনার পরিকল্পনা আছে।’

গাজী প্যাভিলিয়েনে কথা হয় গাজী গ্রুপের ডেপুটি ম্যানেজার (করপোরেট সেলস) এনায়েত উল্লাহ সরকারের সঙ্গে। তিনি বলেন, ‘দর্শনার্থীরা আসছেন দেখছেন। মেলা যত গড়ায়, বিক্রিও তত বাড়ে। সামনের দিনগুলোতে বিক্রি আশানুরূপ হবে বলে আমরা আশাবাদী। গাজীর প্রতিটি পণ্যেই রয়েছে ১০ শতাংশ ছাড়। মেলায় নতুন পণ্য হিসেবে এসেছে বিভিন্ন ডিজাইনের প্রেশার কুকার। ৩ থেকে ৫ হাজার টাকায় মিলবে গুণগত মানসম্পন্ন এসব প্রেশার কুকার।’

মেলার টিকিট ইজারাদার প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মীর শহিদুল আলম সারাবাংলাকে বলেন, ‘মেলায় প্রতিদিন গড়ে ৮ হাজার করে দর্শনার্থী হচ্ছে। এখন পর্যন্ত এক লাখ টিকিট বিক্রি হয়নি।’

এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)’র স‌চিব ইফতেখার আহমেদ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘মেলায় ক্রেতা সমাগম বেড়েছে। আশাকরি বাণিজ্য মেলা ব্যবসা সফল হবে। আমাদের আন্তরিকতার সবটুকু দিয়ে সুশৃঙ্খলভাবে মেলা পরিচালনা করছি।’

মেলায় নেটওর্য়াক সমস্যার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দর্শনার্থীদের চাপ থাকায় মোবাইল নেটওয়ার্কে কিছুটা সমস্যা ছিল। তা দূর করতে আমরা চেষ্টা করছি। এরইমধ্যে তিন অপারেটরের তিনটি টাওয়ার বসানো হয়েছে। তারপরও গ্রামীণফোনের গ্রাহক বেশি থাকায় আজও তাদের একটি টাওয়ার বসানোর কাজ চলছে।’

দর্শনার্থীদের রাতে ফেরার পথে রাস্তায় তেমন পুলিশ দেখছে না এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। বিষয়টি নিয়েও আমরা কাজ করব।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ‌নিবার (১ জানুয়ারি) সকা‌লে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলা‌দেশ-চায়না ‌ফ্রেন্ড‌শিপ এ‌ক্সি‌বিশন সেন্টারে ২৬তম ঢাকা আন্তর্জা‌তিক বা‌ণিজ্য মেলার শুভ উদ্বোধন করেন।

এবার মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কারপেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহ-সামগ্রী, চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি।

প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত)। মেলার প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের ৪০ টাকা, শিশুদের ২০ টাকা।

মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কুড়িল ফ্লাইওভার থেকে প্রতিদিন ৩০টি বিআরটিসি বাস ও অন্যান্য যাত্রীবাহী বাস চলাচল করছে।

সারাবাংলা/ইএইচটি/একে

পূর্বাচল বাণিজ্যমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর