চট্টগ্রামে ফার্নিচার কারখানায় আগুন, নিহত ২
১০ জানুয়ারি ২০২২ ১৮:০২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় একটি ফার্নিচারের গুদামে আগুন লেগে অন্তত দুইজন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
সোমবার (১০ জানুয়ারি) বিকেলে নগরীর পাহাড়তলী থানার কর্নেল জোন্স সড়কে পিটুপি ফার্নিচার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন।
ইতোমধ্যে আগুনে পোড়া দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার সারাবাংলাকে বলেন, ‘সামনের দিকে প্রতিষ্ঠানটির কারখানা, পেছনে গুদাম। কারখানায় আগুনের সূত্রপাত হয়, পরে তা গুদামেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আগুন নেভানোর কাজ চলছে। এখন পর্যন্ত দুটি মৃতদেহ আমরা উদ্ধার করেছি।’
আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার ধারণা, কারখানায় রঙ-স্পিরিটসহ বিভিন্ন দাহ্য রাসায়নিক এবং কাঠে আগুন লাগতে পারে।
নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারিশ সারাবাংলাকে বলেন, ‘ফার্নিচারের কারখানা ও গুদাম একসঙ্গে আছে। সেখানে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে আছেন। আমাদের কাছে দু’জনের মৃত্যুর তথ্য আছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
সারাবাংলা/আরডি/পিটিএম