Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যানচালকের বাড়িতে হামলা: ব্যবস্থা নিতে পুলিশের গড়িমসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২২ ২০:২১

ঠাকুরগাঁও: জেলার পীরগঞ্জ উপজেলায় এক ভ্যানচালকের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা করা হয়েছে। হামলায় গুরুতর আহত হয়ে দুই জন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভ্যানচালকের স্ত্রী লিলি বেগম রোববার থানায় মামলা দায়ের করলেও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে অসহায় পরিবারটি।

এলাকাবাসী জানান, পীরগঞ্জ উপজেলার ভাকুড়া গ্রামের মশিউর রহমানের কাছ থেকে পাঁচ শতক জমি কিনে ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করেন ভ্যানচালক মালেক। একই এলাকার মৃত গোলাম রসুলের ছেলে আনছারুল ওই জমির দখল নিতে শনিবার (৮ জানুয়ারি) রাত ১১টায় সময় দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে।

বিজ্ঞাপন

ভাঙচুরে বাঁধা দিলে এলাকার আব্দুল খালেকের ছেলে খলিলের (৪৫) পা ভেঙে দেয়। এতে আরও আহত হন আইনুল হকের ছেলে আজগর আলী। বর্তমানে তারা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেকজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভ্যানচালকের স্ত্রী লিপি বেগম বলেন, ‘আমার কেনা জমি থেকে বিতাড়িত করার জন্য আনছারুল ও তার লোকজন দীর্ঘদিন ধরে হুমকি দিচ্ছিল। গত শনিবার রাত ১১টার দিকে আমার বাড়িতে হামলা করে ভাঙচুর চালিয়েছে তারা। এসময় আমার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে তাদেরও মারপিট করেছে। ঘর নির্মাণের জন্য লোনের পঞ্চাশ হাজার টাকাও নিয়ে গেছে তারা।’

তিনি আরও বলেন, ‘ওই দিন রাতেই পুলিশ এসেছিল। এ ঘটনায় গত রোববার থানায় মামলা দিয়েছি। ওসি স্যার উল্টো আমাকেই নানা কথা শুনিয়েছেন। এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আমি গরীব বলে কি, এর বিচার পাবো না?’

বিজ্ঞাপন

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

পুলিশের গড়িমসি বাড়িতে হামলা ভ্যানচালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর