Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জ সদর হাসপাতালে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২২ ২১:৩৩

ঢাকা: হবিগঞ্জ সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ জানুয়ারি) রাত্রি সাত টার দিকে লাগা আগুন প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘রাত্রি সোয়া সাতটার দিকে আমাদের কাছে খবর আসে, হবিগঞ্জ সদর হাসপাতালে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দুটি ইউনিট সেখানে গিয়ে ৪০-৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

বিজ্ঞাপন

তিনি জানান, ছাদে কেউ সিগারেট টেনে আগুন ফেলার কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ম্যাট্রেসগুলো পুড়ে যাওয়া ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সারাবাংলা/এসবি/পিটিএম

আগুন হবিগঞ্জ সদর হাসপাতাল

বিজ্ঞাপন

ঈদ পেরিয়ে ‘মেঘের বৃষ্টি’
২৪ এপ্রিল ২০২৫ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর