Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

সারাবাংলা ডেস্ক
১০ জানুয়ারি ২০২২ ২১:২০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ০০:১১

নরসিংদীতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে চিকিৎসাসেবা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। এই হেলথ ক্যাম্পে ৩ হাজার ৫৬৭ জনকে বিনামূল্যে চক্ষু, গাইনি, শিশু রোগ, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা দেওয়া হয়।

সোমবার (১০ জানুয়ারি) যমুনা ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে নরসিংদীর বালুসাইর উচ্চ বিদ্যালয়ে এই হেলথ ক্যাম্প পরিচালনা করা হয়।

যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডা. এনামুল হক শাহীন। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিকটস্থ বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেলথ ক্যাম্পে ৩ হাজার ৫৬৭ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ৪১৭ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

সারাবাংলা/টিআর

ফ্রি হেলথ ক্যাম্প যমুনা ব্যাংক ফাউন্ডেশন

বিজ্ঞাপন

সবজির বাজার চড়া
৪ জুলাই ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর