ছাত্রলীগের সঙ্গে মারামারি, ২ দিনের আল্টিমেটাম ঢামেক কর্মচারীদের
১১ জানুয়ারি ২০২২ ১৫:৪৪
ঢাকা: ছাত্রলীগ ও চতুর্থ কর্মচারীর মধ্যে মারামারির ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি।
মঙ্গলবার (১১জানুয়ারি) চতুর্থ শ্রেণির নেতারা সকাল ১০টার দিকে হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে এক প্রতিবাদ সভায় এই আল্টিমেটাম দেন সংগঠনটির নেতারা।
সভায় নেতারা বলেন, আগাম কর্মসুচী অনুযায়ী গতকাল বাংলাদেশ চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির পক্ষ থেকে আউট সোর্সিংয়ে জনবল নিয়োগের প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। এ সময় কলেজের কিছু উচ্ছৃঙ্খল ছাত্র সংগঠনের ক্রীড়া সাংসস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শাকিল আহমেদ জনিকে কলেজ চত্বরে মারধর করে। জনি দৌড়ে পালিয়ে হাসপাতালের ১০৮ নম্বর ওয়ার্ডে গেলে সেখানেও গিয়ে মারধর করে এবং শৌচাগারে আটকে রাখে।
আরও পড়ুন: আউটসোর্সিং নিয়োগ বন্ধে ঢামেকে কর্মচারী ইউনিয়নের হামলা
নেতারা আরও বলেন, পরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে জনিকে উদ্ধার করেন পরিচালক স্যার। জনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় ঢামেক হাসপাতাল ছাড়াও সারা বাংলাদেশের চতুর্থশ্রেণির কর্মচারীরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ঢামেক অধ্যক্ষ বরাবর একটি স্মারক লিপি দিয়েছি। ৪৮ ঘণ্টার মধ্যে এর সুষ্ঠু বিচার করতে হবে। অন্যথায় আমরা বৃহৎ কর্মসুচীতে যাব। সেখানে কোনো অবঞ্ছিত ঘটনা ঘটলে তার দায় কর্তৃপক্ষকে বহন করতে হবে।
এ বিষষয়ে হাসপাতালের চতুর্থ শ্রেণির সভাপতি আবু সাঈদ বলেন, আমরা কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালক বরাবর চিঠি দিয়েছি। এ ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে বলেও জানিয়েছেন আবু সাঈদ।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, তদন্ত সাপেক্ষে অতি গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে।
সারাবংলা/এসএসআর/এনএস
৪৮ ঘণ্টার আল্টিমেটাম চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল