Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমতায় না থাকলে আমাদের জন্য মহাবিপদ: নাছির

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২২ ১৮:৫০

আ জ ম নাছির উদ্দীন, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে আমাদের জন্য মহাবিপদ নেমে আসবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর খ্যাত প্রয়াত রাজনীতিবিদ এম এ আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নগরীর হালিশহরে প্রয়াতের বাড়ির সামনে এ সভা হয়েছে।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বঙ্গবন্ধুর মতো এম এ আজিজও বুঝতে পেরেছিলেন যে, পরিপূর্ণ স্বাধীনতা ছাড়া বাঙালির মুক্তি সম্ভব নয়। এজন্য তিনি ছয় দফাতে এক দফায় পরিণত করার প্রস্তুতি নিয়ে সার্বিক নির্দেশনা দিয়েছিলেন। তবে সেই ইতিহাস নিয়ে সুষ্পষ্ট কোনো ধারণা নেই বর্তমান প্রজন্মের রাজনীতিকদের কাছে। বর্তমান প্রজন্মও সেই ইতিহাস জানে না।’

দলে বিরোধ-বিভক্তির অবসান চেয়ে নাছির বলেন, ‘আমাদের বুঝতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে আমাদের সকলের জন্য মহাবিপদ নেমে আসবে। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দলীয় ও জাতীয় ঐক্য। অথচ হীন স্বার্থে আমাদের কেউ কেউ নানাভাবে বিভেদ তৈরি করছেন, অযৌক্তিক সমালোচনা করছেন, বিরোধ, হানাহানিতে লিপ্ত হয়েছেন, চরিত্র হননের অপচেষ্টা করছেন। এটা সত্যিই নিন্দনীয়। এতে লাভবান হবে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা।’

নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘দেশে রাজনীতি এখন নানা কারণে প্রশ্নবিদ্ধ। এম এ আজিজের মতো পরিশুদ্ধ রাজনীতিকরা এখন নেই। অপ্রিয় হলেও সত্য, যারা পরিশুদ্ধ রাজনীতি এখন করেন তারা সবাই কোণঠাসা। এটা আমাদের জন্য হতাশার।’

নগর কমিটির যুগ্ম সম্পাদক চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জননেতা এম এ আজিজকে যারা কাছ থেকে দেখেছেন, তারা জানেন তিনি সবসময় অন্তরে স্বাধীনতার মন্ত্রকে ধারণ করতেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে স্বাধীনতার পথ ও কৌশল নিয়ে একান্তে মতবিনিময় করতেন। আজ সত্যিই দুঃখের বিষয়— এম এ আজিজের মতো প্রকৃত রাজনীতিকদের অভাব ও শূন্যতা রয়েছে।’

বিজ্ঞাপন

নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ধর্ম সম্পাদক জহুর আহমেদ, প্রয়াতের সন্তান সাইফুদ্দিন খালেদ বাহার, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা।

সারাবাংলা/আরডি/এনএস

আ জ ম নাছির উদ্দীন আওয়ামী লীগ চট্টগ্রাম

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর