Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফেব্রিক লাগবে’ অ্যাপের যাত্রা শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২২ ১৯:২৩

ঢাকা: এখন থেকে টেক্সটাইল ও রেডিমেট গার্মেন্টস কারখানায় ব্যবহৃত ফেব্রিকসহ যাবতীয় পণ্য পাওয়া যাবে অনলাইনে। এসব পণ্য ক্রয়-বিক্রয়, ট্রেডিং এবং সাপ্লাইয়ে বাংলাদেশের প্রথম ও একমাত্র ডিজিটাল মার্কেট প্লেস ‘ফেব্রিক লাগবে’ মোবাইল অ্যাপের যাত্রা শুরু হলো।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেব্রিক লাগবে লিমিটেডের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. নাজমুল ইসলাম, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাজিয়া সুলতানা, আইটি আপারেশন হেড আবু বকর সিদ্দিক, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডভাইজার মো. জাকির হোসাইন প্রমুখ।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্লাটফর্মটি মূলত টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ এই দুটি খাতের সমন্বয়ে বি-টু-বি ধরনের। যেখানে বিক্রেতা তার পণ্য (রেডিমেড গার্মেন্টস, কাপড়, সুভা, তুলা, ট্রিমস অ্যান্ড এক্সেমরিজ, সাইজিং, ডাইং প্রসেসিং, কেমিক্যাল, মেশিনারিজ) সরসারি বায়ারের কাছে, কোন ঝামেলা-মধ্যসত্ত্বভোগী ছাড়া, নগদমুল্যে বিক্রি করতে পারবেন। অপরদিকে ক্রেতা তার পদন্দ মতো পণ্য উৎপাদনকারীর কাছ থেকে (কাপড়, সুতা, এবং অ্যাপসংশ্লিষ্ট অন্যান্য পণ্য) মধ্যসত্ত্বভোগী ছাড়া, সুলভ মুল্যে, সঠিক মাপে, গুণগত মান নিশ্চিত করে সরাসরি কিনতে পারবেন।

এই অ্যাপে উভয়পক্ষের জন্য বিড’র অপশন আছে। এর আওতায় বিক্রেতা ভার পণ্যটির সম্পূর্ণ বর্ণনা দিয়ে ফেব্রিক লাগবে মোবাইল অ্যাপ ওওয়েবসাইটের মাধ্যমে এন্ট্রি করে বিড করার জন্য প্ল্যাটফর্মে লাইভ করতে পারবেন। অপরদিকে ক্রেতারা তাদের পদন্দ মতো পণ্য রিভার্স বিড করতে পারবেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বলা হয়, এই প্লাটফর্মটি টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ এই দু’টি খাতের সমন্বয়ে করা হয়েছে। যেখানে বিক্রেতা তার পণ্য (রেডিমেড গার্মেন্টস, কাপড়, সূতা, তুলা, ট্রিমস অ্যান্ড এক্সেসরিজ, সাইজিং, ডাইং প্রসেসিং, কেমিক্যাল, মেশিনারিজ) সরসারি বায়ারের কাছে, কোনো ঝামেলা ছাড়া, হয়রানি ছাড়া, মধ্যসত্বভোগী ছাড়া, ঝুঁকি ছাড়া, নগদমুল্যে বিক্রি করতে পারবেন। অপরদিকে ক্রেতা তার পছন্দ মতো পণ্য উৎপাদনকারীর কাছ থেকে মধ্যসত্বভোগী ছাড়া, সুলভ মুল্যে, সঠিক মাপে, সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং সঠিক গুণগত মান নিশ্চিত করে সরাসরি কিনতে পারবেন।

সংবাদ সম্মেলনে ফেব্রিক লাগবে ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. নাজমুল ইসলাম বলেন, ‘গত ১০ বছর ধরে টেক্সটাইল এবং রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি। কাজ করতে যেয়ে দেখেছি সূতা কেনা থেকে শুরু করে সাইজিং করে, মেশিনের সাহায্যে উইভিং করে, কাপড় বানিয়ে ডাইং ফিনিশিং করে, গার্মেন্টস ডেলিভারি করতে গিয়ে যে পরিমাণ বাধা, সমস্যা, পণ্যের উৎসের খোঁজ করা, যোগযোগ করা, পণ্যের অর্ডার নেওয়া, পণ্য উৎপাদন করা এবং বিক্রি করতে গিয়ে বহ প্রতিকূলতার সম্মুখীন হতে হয়।’

তিনি বলেন, ‘করোনাকালীন স্থানীয় অনেক ক্রেতার কাছে সরবরাহকৃত পণ্যের মূল্য বাকি থাকা, ভালো ক্রেতা না পাওয়ায়, মূলধন হারিয়ে শত শত কারখানা বন্ধ হয়েছে। কিন্ত এর কার্যকর কোনো সমাধান জানা কিংবা পাওয়া যায়নি। এ প্রক্রিয়া বছরের পর বছর ধরে চলে আসছে আমাদের পোশাক সেক্টরে।’

এ সময় জানানো হয়, তিন বছরের গবেষণায়, ১৮ জনের এক কর্মী বাহিনীর ১৪ মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল উদ্ভাবনীমূলক ডিজিটাল প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ ফেব্রিক লাগবে এবং ওয়েবসাইট www.fabriclagbe.com

সারাবাংলা/জিএস/পিটিএম

অ্যাপ ফেব্রিক লাগবে

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর