Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেব্রুয়ারিতে করোনা ভয়ংকর হতে পারে: ড. বিজন

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২২ ১৭:৫৭

ঢাকা: আগামী ফেব্রুয়ারি মাসে করোনা দেশে ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করেছেন বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী ও সাভারের গণবিশ্ববিদ্যালয়ের (গবি) মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিজন কুমার শীল।

তিনি বলেন, ‘করোনার বর্তমান অবস্থা প্রতিরোধে আমি লকডাউনের পক্ষপাতী নই। সংক্রমণ এড়াতে স্বাস্থ্য সচেতনতাকে বেশি গুরুত্ব দিতে হবে।’

বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে কোভিড-১৯ শীর্ষক সেমিনারে মূল আলোচক হিসেবে তিনি এ সব কথা বলেন।

উপাচার্যের নির্দেশক্রমে এবং সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ বিভাগের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. মো. দেলওয়ার হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে

করোনা টপ নিউজ ড. বিজন নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর