ছেলে অ্যান্ড্রুর খেতাব কেড়ে নিলেন রানি এলিজাবেথ
১৪ জানুয়ারি ২০২২ ১৬:৩৮
যুক্তরাষ্ট্রে যৌন নিপীড়নের মামলায় বিচারের মুখে পড়ায় ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর সকল রাজকীয় এবং সামরিক খেতাব বাতিলের সিদ্ধান্ত জানিয়েছেন রানি এলিজাবেথ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, রানির অনুমোদন ও সম্মতিতে ডিউক অব ইয়র্কের সামরিক সংযুক্তি ও রাজকীয় সম্মান ফেরত নেওয়া হয়েছে।
এর ফলে, ডিউক অব ইয়র্ক অ্যান্ড্রুকে এখন থেকে আর আনুষ্ঠানিকভাবে হিজ রয়্যাল হাইনেস বলা হবে না।
এদিকে, যৌন হয়রানির মামলায় যুক্তরাষ্ট্রের একটি আদালত প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত দেওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হলো।
নিউইয়র্কে অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেন ভার্জিনিয়া জোফ্রে নামে এক নারী। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন অ্যান্ড্রু।
তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অভিযোগ থেকে তিনি নিজেকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাবেন প্রিন্স অ্যান্ড্রু।
সারাবাংলা/একেএম