Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণের ৩ দিন পর ঢাবির সাবেক অধ্যাপকের লাশ উদ্ধার

ঢাবি করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২২ ১৬:৪৪ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ২০:৩৩

তিন দিন আগে অপহরণের শিকার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক সাইদা খালেক। তিন দিন পর গাজীপুরের পানিশাইল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে। সেখানে একটি ভাড়া বাসায় থেকে সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি আবাসন প্রকল্পে নিজের বাড়ির কাজ দেখাশোনা করতেন।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে অধ্যাপক সাইদার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আনারুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা সারাবাংলাকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সাঈদা খালেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কাশিমপুরের পানিশাইলের যে বাসায় ভাড়া থেকে নিজের প্রজেক্ট দেখাশোনা করছিলেন, সেখান থেকে আনুমানিক ২০০ গজ দূরে তার মরদেহটি পাওয়া গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া বলেন, সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি আবাসন প্রকল্প আছে। সেখানে অধ্যাপক সাইদা বাড়ি তৈরি করছিলেন। পাশেই তিনি বাসা ভাড়া করে থাকতেন। তিন দিন আগে কে বা কারা তাকে অপহরণ করে নিয়ে যায়। আজ (শুক্রবার) তার মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

বিশ্ববিদ্যালয়ের ওই আবাসন প্রকল্পের সভাপতি ও ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক শিকদার মনোয়ার মোরশেদ বলেন, এটি একটি হত্যাকাণ্ড। এরই মধ্যেই একজন আসামিকে পুলিশ ধরেছে বলে আমরা জানতে পেরেছি।

ওসি মাহবুবে খোদাবলেন, গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/টিআর

অধ্যাপক সাঈদা খালেক টপ নিউজ ঢাবি অধ্যাপক মরদেহ উদ্ধার সাবেক অধ্যাপক