Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধান ক্ষেত থেকে বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২২ ১৭:৫৮

বরগুনা: বরগুনায় ধান ক্ষেত থেকে একটি বিলুপ্ত প্রজাতির অসুস্থ শকুন উদ্ধার করা হয়েছে।শনিবার (১৫ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের পাজড়াভাঙা এলাকায় ধান ক্ষেত থেকে ওই শকুনটিকে উদ্ধার করে।

উদ্ধারের পর শকুনটিকে বিকেলে তালতলী ট্যাংরাগিরি ইকো পার্কের সংরক্ষিত বনে বিরল প্রজাতির একটি শকুন অবমুক্ত করেছে বন বিভাগ।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ১১টার দিকে বরগুনা সদর উপজেলার পাঁজরা ভাঙ্গা এলাকার খোলা মাঠ থেকে বিরল প্রজাতির ১০ কেজির এক‌টি শকুনটি উদ্ধার করেছে এলাকাবাসী। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। শকুনটি ক্ষুধার্ত ও রোগাক্রান্ত থাকায় প্রানী সম্পদ থেকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তালতলী বন বিভাগের কাছে পাঠানো হয়।

সদর উপজেলা বন কর্মকর্তা মতিয়ার রহমান জানান, শকুনটিকে রোগাক্রান্ত মনে হচ্ছিলো তাই শকুনটিকে প্রাণী সম্পদ থেকে চিকিৎসা শেষে তালতলী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা আজকেরই বনে অবমুক্ত করবে।

তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘সকালে বরগুনা সদর থেকে এই বিরল প্রজাতির শকুনটি উদ্ধার করা হয়। সদর থেকে এটি আমাদের হস্তান্তর করেন সংরক্ষিত বনের অবমুক্ত করার জন্য। শকুনটিকে বিকেলেই বনে অবমুক্ত করা হয়।’

সারাবাংলা/একে

বরগুনা শকুন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর