৬ ধাপে ৩৬২ চেয়ারম্যানসহ বিনা ভোটে নির্বাচিত ১৬৯৬ জন
১৫ জানুয়ারি ২০২২ ২২:১১
ঢাকা: চলমান দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত হওয়ার ধারা অব্যাহত রয়েছে। তফসিল ঘোষিত ৮ম ধাপের ইউপি নির্বাচনের মধ্যে ৬ ধাপে ১ হাজার ৬৯৬ জন জনপ্রতিনিধি ভোটের আগেই নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৬২ জন, সাধারণ সদস্য পদে ৯৪৭ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ৩৮৭ জন কোন ধরনের ভোট ছাড়াই জনপ্রতিনিধি হয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার সারাবাংলাকে বলেন, ‘এক তরফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে কীভাবে নির্বাচিত হয়েছেন, এসব নিয়ে এখন সাধারণ নাগরিকদের কোনো আগ্রহ নেই। এক কথায় বলব, এই নির্বাচন কমিশন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। নির্বাচন মানেই কারচুপি, নির্বাচন মানেই হলো একটি দলকে যেকোনোভাবে নির্বাচিত হতে সহায়তা করা। ফলে জনগণের কাছে নির্বাচন শব্দটি হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে।’
অন্যদিকে ইসি কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘কোনো নির্বাচনি এলাকায় কেউ নির্বাচন করত না চাইলে কিংবা একক প্রার্থী থাকলে কমিশনের কিছু করার নেই। তবে কোথাও কাউকে জোর করে বসিয়ে দেওয়ার অভিযোগ পেলে কমিশন ব্যবস্থা নেবে।’
ইসি সূত্র জানায়, ‘আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ট ধাপে ২১৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে ভোট নেওয়া হবে। এই নির্বাচনে ইতিমধ্যে ১৪৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ১২ জন চেয়ারম্যান, ১০০ জন সাধারণ সদস্য এবং ৩২ জন সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও এই ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ১ হাজার ১৫৯ জন, সদস্য পদে ৭ হাজার ৪৯৮ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ২ হাজার ৪৫৩ জন প্রার্থী নির্বাচনে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।’
ইসি সূত্র জানায়, ৬ ধাপের ইউপি নির্বাচনে এক হাজার ৬৯৬ জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে ১৩৮ জন, দ্বিতীয় ধাপে ৩৫৭ জন এবং তৃতীয় ধাপে ৫৬৯ জন এবং চতুর্থ ধাপে ২৯৫ জন, পঞ্চম ধাপে ১৯৩ জন, ৬ষ্ঠ ধাপে ১৪৪ জন জনপ্রতিনিধি ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, প্রথম ধাপে ৩৬৯ ইউপি, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপি এবং তৃতীয় ধাপে এক হাজার ইউপি, চতুর্থ ধাপে ৮৪২টি এবং পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ করা হয়েছে। আর ৬ষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯টি ইউপি নির্বাচনে ভোট হবে।
প্রসঙ্গত, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। দেশ স্বাধীনের পর থেকে ইতোমধ্যে নয় বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচন এবং সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩, ২০১১ ইউপি নির্বাচন হয়েছে। আর ২০২১ সালের জুন/জুলাই থেকে অনুষ্ঠিত হচ্ছে দশম ইউপি নির্বাচন।
সারাবাংলা/জিএস/পিটিএম