Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরের প্রথম অধিবেশন বসছে বিকেলে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২২ ০৯:০৯

ঢাকা: চলমান একাদশ জাতীয় সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশন বসছে বিকেলে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে অধিবেশন সংক্ষিপ্ত হবে।

রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় এই সংসদ অধিবেশন শুরু হবে। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত অধিবেশন চলার কথা রয়েছে। তবে স্পিকার চাইলে অধিবেশনের সময় বাড়াতে পারবেন।

রেওয়াজ অনুযায়ী, বছরের প্রথম অধিবেশনেই ভাষণ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। সে অনুযায়ী আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবন সংসদে।

এর আগে, অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপুস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হবে। এরপর আনা হবে শোক প্রস্তাব।

সংসদ অধিবেশনে এবারও সংসদ সদস্যরা রোটেশন অনুযায়ী সংসদে যেতে পারবেন। তবে সংসদ সদস্যদের সংসদে প্রবেশের আগে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

এদিকে, রাষ্ট্রপতির ভাষণের পর ওই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করবে জাতীয় সংসদের চিফ হুইপ। এ প্রস্তাবের ওপরে সংসদ সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করবেন।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

জাতীয় সংসদ সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর