ছাত্রলীগ নেতা নয়ন হত্যা মামলায় বিপ্লব গ্রেফতার
১৬ জানুয়ারি ২০২২ ০৯:৩১
গাজীপুর: জেলার শ্রীপুরে ছাত্রলীগ নেতা নয়ন শেখ হত্যা মামলার তিন নম্বর আসামি বিপ্লবকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-১। গ্রেফতারকৃত বিপ্লবকে ইতোমধ্যে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় গতকাল শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেফতার করে র্যাব। অভিযুক্ত বিপ্লব জেলার কাওরাইদ গ্রামের মৃত নারায়ণ পাগলার ছেলে।
এর আগে শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে ছাত্রলীগ নেতা নয়ন শেখ হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বড় ভাই রতন মিয়া। তবে, এই হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামি ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী খায়রুল ইসলাম মীরকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে। পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র্যাব।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পিটিয়ে হত্যা করা হয় নয়ন শেখকে। নয়ন শেখ শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী বলে জানা গেছে।
সারাবাংলা/এনএস