বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু
স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২২ ১৬:৪৫
১৬ জানুয়ারি ২০২২ ১৬:৪৫
ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে চলমান একাদশ জাতীয় সংসদের ২০২২ সালের প্রথম অধিবেশন শুরু হয়েছে।
রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
অধিবেশনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভাষণ দিচ্ছেন।
নির্দিষ্ট আসন ফাঁকা রেখে সংসদ সদস্যরা বসেছেন। সবার মুখে মাস্ক আছে কি না তা নিশ্চিত করা হয়েছে। ট্যানেলের গেটে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হয়েছে সবাইকে।
অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। তারা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর শোকপ্রস্তাব আনা হয়। রাষ্ট্রপতির ভাষণের পর সংসদের অধিবেশন মুলতবি করা হবে।
সারাবাংলা/এএইচএইচ/একে