Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নববর্ষে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২২ ১৭:৫৩

ঢাকা: নববর্ষে আতশবাজি পোড়ানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিজানুর রহমান।

রিট আবেদনে নববর্ষে আতশবাজি পোড়ানো ও ফানুস উড়ানো বন্ধের আর্জি জানানো হয়েছে। সেই সঙ্গে থার্টি-ফাস্টে নাইটে আতশবাজির আতঙ্কে মারা যাওয়া শিশু উমায়েরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

চলতি সপ্তাহে হাইকোর্টে যেকোনো একটি বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা দিয়ে মাঠে ছিল না পুলিশ, ফানুসের আগুনে পুড়ল ঘরবাড়ি

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এএম

আতশবাজি নববর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর