Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়, প্রভোস্টদের রুমে তালা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২২ ১২:৩৬

সিলেট: শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন সাধরণ শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বিভিন্ন আবসিক হলে প্রভোস্টদের রুমে রুমে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে, উপাচার্যের পাশাপাশি প্রক্টর ড. আলমগীর কবীর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এদিকে, সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা স্লোগানে বলেন, ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘পতন পতন পতন চাই, উপচার্যের পতন চাই’, ‘ভিসির গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘যেই ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না’, ‘যেই ভিসি গুলি মারে, সেই ভিসি চাই না’।

১১টার দিকে প্রথম ছাত্রী হল বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে প্রভোস্টদের রুমে তালা দিয়েছেন উপাচার্যের পদত্যাগের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। এরপর ছেলেদের হলে তালা ঝুলানোর জন্য যাচ্ছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, যে কোনো পরিস্থিতিতে তারা ক্যাম্পাস ও হল ছাড়বেন না। যতক্ষণ না স্বৈরাচার উপাচার্য পদত্যাগ করছেন ততক্ষণ আন্দোলনের মাঠে থাকবে শিক্ষার্থীরা। যে কোনো পরিস্থিতিতে তারা ক্যাম্পাসে অবস্থান করবে বলে এক ব্রিফিংয়ে জানানো হয়।

এছাড়া সকাল থেকে ছেলেদের শাহ পরাণ হল, বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান হল, প্রথম ছাত্রী হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের সামনে হল না ছেড়ে অবস্থান করতে দেখা দেয়া। কিছু কিছু শিক্ষার্থী হল ছেড়েছেন বলেও জানা যাচ্ছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, শিক্ষার্থীদের ওপর হামলা ও সার্বিক বিষয়ে ফিজিক্যাল অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদারকে সভাপতি, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনকে সদস্য সচিব এবং সকল ডিনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া প্রশাসনিক কার্যক্রম চালু থাকায় ক্যাম্পাসে অবস্থান করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে অনেককে অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। অনেকে আবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

তবে, শাবিপ্রবির ২০২১ সেশনের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে বলে জানা ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম চালিয়ে যাবো।

সারাবাংলা/একেএম

উপাচার্যের পদত্যাগ শাবিপ্রবি

বিজ্ঞাপন

কলকাতায় অভিষেক হচ্ছে অপূর্ব’র
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২৮

তানজিব-অবন্তীর নতুন গান
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর