Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া পুলিশ কর্মকর্তার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২২ ১৪:০৪ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ১৪:১৮

প্রতীকী ছবি

ঢাকা: কেরানীগঞ্জ ঘাটারচর এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মীর আ. হান্নান (৫৮) নামে পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই পুলিশ কর্মকর্তা বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী উপপরিদর্শক (এবি) হিসেবে কর্মরত ছিলেন রাজধানীর বিমানবন্দর এলাকায়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া (পিপিএম) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুরে বিমানবন্দর এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে তিনি কল্যাণপুর আসছিলেন। তবে বাসের মধ্যে অচেতন হয়ে পড়ায় তিনি সেখানে নামতে পারেননি। বাসটির শেষ স্টপেজ কেরানীগঞ্জের ঘাটারচর এসে থামলে তখন ওই বাসের স্টাফরা বাস থেকে নামিয়ে রেখে যায় তাকে। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

তিনি জানান, বাসের মধ্যে ওই পুলিশ কর্মকর্তা অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। বাসটি এখনও শনাক্ত করা যায়নি। তবে বাসটি প্রজাপতি বা পরিস্থান পরিবহন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে পুলিশ কর্মকর্তার আত্মীয় (সুমন্দি) আব্দুল মোমেন জানান, হান্নান এপিবিএন পুলিশে বিমানবন্দর এলাকায় কর্মরত ছিলেন। ১৭ জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত ছুটি নিয়ে গতকালকে তিনি গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উদ্দেশে যাচ্ছিলেন। বেলা তিনটার দিকে তার ফোন থেকেই খবর পেয়ে ঘাটারচর এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে স্টমাক ওয়াশ করার পর মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল।

বিজ্ঞাপন

চলতি বছরের আগস্ট মাসে কর্মজীবন থেকে অবসরে যাওয়ার কথা ছিল চার মেয়ের জনক হান্নানের।

আরও পড়ুন— রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কর্মকর্তা

সারাবংলা/এসএসআর/এসএসএ

অজ্ঞান পার্টি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর