Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের ইতিহাসে সর্বনিম্ন জন্মহার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২২ ১৫:২১

চীনের মেইনল্যান্ডে জন্মহার রেকর্ড হ্রাস পেয়ে হাজারে সাত দশমিক ৫২ জনে দাঁড়িয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে এমনটি দেখা যাচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

রয়টার্স বলছে, ১৯৪৯ সালে দেশটির পরিসংখ্যান ব্যুরো তথ্য সংগ্রহ করা শুরু করার পর থেকে এই জন্মহার সর্বনিম্ন।

এদিকে, ২০২১ সালে চীনে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল মাত্র ০.০৩৪ শতাংশ; তথ্য অনুযায়ী যা ১৯৬০ সালের পর থেকে সবচেয়ে কম।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ২০২১ সালে দেশটিতে এক কোটি ছয় লাখ ২০ হাজার ‍শিশুর জন্ম হয়েছে, এর আগের বছর ২০২০ এ সংখ্যাটি এক কোটি ২০ লাখ ছিল। ২০২০ এ প্রতি হাজারে জন্মহার ছিল ৮ দশমিক ৫২।

জনসংখ্যায় বৃদ্ধদের অংশ দ্রুত বাড়তে শুরু করায় অর্থনৈতিক ঝুঁকি এড়াতে চীন ২০১৬ সালে কয়েক দশকের পুরনো এক সন্তান নীতি থেকে সরে দুই সন্তান নীতি চালু করে। কিন্তু শহুরে জীবনযাপনের উচ্চ খরচের কারণে দম্পতিরা আরও সন্তান নেওয়া থেকে বিরত থাকে।

সারাবাংলা/একেএম

চীন বার্ষিক জন্মহার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর