Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেললাইন অবরোধ, শাটল ট্রেন চলাচল বন্ধ


১১ এপ্রিল ২০১৮ ১০:৩৮ | আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ১০:৪১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: রেললাইন অবরোধ করে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া নগরীর ষোলশহর রেলস্টেশনে অবস্থান নিয়ে তারা দফায় দফায় মিছিল করছেন। মিছিল থেকে কোটা সংস্কারের দাবির পাশাপাশি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধেও স্লোগান দেওয়া হচ্ছে।

বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যাওয়া শাটল ট্রেনটি নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয় স্টেশনে পৌঁছে। ক্লাস বর্জন করে বেরিয়ে আসা চবি শিক্ষার্থীরা স্টেশনে অবরোধ করে সেই ট্রেনটি আটকে রাখে।

এদিকে সকাল ৯টা থেকে কোটা বিরোধী শিক্ষার্থীরা ষোলশহর রেলস্টশনের রেললাইনে অবস্থান নেন। সাড়ে ৯ টায় আরেকটি শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাবার কথা থাকলেও সেটি যেতে পারেনি।

ষোলশহর রেলস্টেশন মাস্টার মো.সাহাব উদ্দিন সারাবাংলাকে বলেন, রেলওয়ে কতৃর্পক্ষ নিরাপত্তার স্বার্থে আপাতত কোনো শাটল ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গত সোমবারও আন্দোলনরত শিক্ষার্থীরা শাটল ট্রেন অবরোধ করেছিল।

কোটা বিরোধী আন্দোলনের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাশ-পরীক্ষা কার্যত বন্ধ হয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সারাবাংলা/আরডি/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর