Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫১ দিন পর সংক্রমণ সাড়ে ৬ হাজার ছাড়িয়ে, শনাক্তের হার ২০%

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২২ ১৭:১১

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৭৬ জনের শরীরে। গত ১৫২ দিনের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ সংক্রমণ। এর আগে, গত ১৮ আগস্ট এক দিনে ৭ হাজার ২৪৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। এরপর আর একদিনে এত বেশি সংক্রমণ শনাক্ত হয়নি।

এদিকে, একই সময়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। আর গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছাড়িয়েছে ২০ শতাংশ। গত ১৬ আগস্টের পর এই প্রথম নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়াল।

বিজ্ঞাপন

সোমবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের চিত্র তুলে ধরা হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৫৫টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৩টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪৫টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ৩২ হাজার ৪৩১টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩১ হাজার ৯৮০টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৪০৫টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ লাখ ৭৭ হাজার ২৫৭টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩৭ লাখ ১৬ হাজার ১৪৮টি।

নতুন সংক্রমণ বাড়ছেই

দেশে আগের দিন ৫ হাজার ২২২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত কয়েকদিনের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টাতেও এ সংখ্যা আরও এক দফা বেড়েছে। এই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৭৬ জনের শরীরে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনের শরীরে।

বিজ্ঞাপন

পরিসংখ্যান বলছে, গত ১৯ আগস্ট দেশে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল ৬ হাজার ৫৬৬ জনের শরীরে। এরপর এই প্রথম এক দিনে করোনা সংক্রমণ সাড়ে ৬ হাজার ছাড়াল। এর আগের দিন ১৮ আগস্ট নতুন সংক্রমণ ছিল ৭ হাজার ২৪৮। এরপর থেকে ১৫২ দিনের মধ্যে এক দিনে এটিই সর্বোচ্চ সংক্রমণ।

শনাক্তের হার এক লাফে ২০ শতাংশ

আগের দিন দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার আরও এক দফায় বেড়েছে প্রায় তিন শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ২০ দশমিক ৮৮ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

এর আগে, গত ১৬ আগস্ট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ২১ দশমিক ০১ শতাংশ। এরপর গত ২৪ ঘণ্টাতেই প্রথম শনাক্তের হার ২০ শতাংশ অতিক্রম করেছে।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ২৯৩ জন। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা বেড়ে হয়েছে ৪২৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৬২ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ১০

আগের দিন দেশে করোনা সংক্রমণ নিয়ে আট জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ১০ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মোট মৃত্যু হলো ২৮ হাজার ১৫৪ জনের। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে চার জন পুরুষ, ছয় জন নারী। এর মধ্যে সাত জন সরকারি ও তিন জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বয়স ও বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় যে ১০ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন তাদের মধ্যে সর্বোচ্চ তিন জনের বয়স ৬১ থেকে ৭০ বছর। দুই জন করে মারা গেছেন ৩১ থেকে ৪০, ৭১ থেকে ৮০ ও ৮১ থেকে ৯০ বছর বয়সীদের মধ্যে। বাকি এক জনের বয়স ৫১ থেকে ৬০ বছর।

এদিকে, মৃত ১০ জনের মধ্যে সাত জনই ঢাকা বিভাগের। আরও দুই জন মারা গেছেন চট্টগ্রামে। আর এক জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে। দেশের বাকি পাঁচ বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ করোনা সংক্রমণ নিয়ে মারা যাননি।

সারাবাংলা/এসবি/টিআর

করোনা সংক্রমণ করোনাভাইরাস কোভিডি-১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর