‘গ্রাহকদের কাছে জবাবদিহিতা বাড়াতে হবে তিতাস গ্যাসের’
১৭ জানুয়ারি ২০২২ ১৮:২৫
ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রাহকদের কাছে জবাবদিহিতা বাড়াতে হবে। গ্রাহকদের কাছ থেকে প্রতিনিয়ত অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। গ্রাহক সেবার মান বাড়াতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার (১৭ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, কারিগরি কারণে ও এলএনজির বৈশ্বিক মূল্য বেড়ে যাওয়ায় গ্যাসের চাপ কিছুটা কম রয়েছে। গ্রাহকদের আস্থা বাড়াতে তিতাসের কার্যক্রম প্রতিনিয়ত জানাতে হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম বাড়াতে হবে।
তিতাসের বিদ্যমান প্রকল্প আলোচনাকালে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতকে সামনে রেখে প্রকল্প নিলে আগামী প্রজম্ম ভালো সেবা পাবে। গ্যাসের প্রেশার সব জায়গায় একই রাখা নিয়েও কাজ করার সময় এসেছে।
অবৈধ সংযোগ প্রসঙ্গে তিতাস জানায় যে, নভেম্বর-২০২১ মাসে ২৫ কিলোমিটার, ডিসেম্বর-২০২১ মাসে ২৪.১ কিলোমিটার ও ১৬ জানুয়ারি -২০২২ পর্যন্ত ১৬ কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস আরও জানায় যে, সরকারি গ্রাহকদের কাছে গ্যাস বিক্রয়ের ৭৪৫.২২ কোটি টাকা এবং বেসরকারি গ্রাহকদের কাছে গ্যাস বিক্রয়ের ৫৬২০.২৫ কোটি টাকা বকেয়া রয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গ্রাহকদের বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়ে বলেন, প্রায় ৬৩৬৫ কোটি টাকা বকেয়া থাকার জন্য সেবা ধর্মী অনেক প্রকল্প গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এ সময় তিনি স্মার্ট মিটার সংযোগ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।
সারাবাংলা/জেআর/এসএসএ