Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লকডাউনের সিদ্ধান্ত এখনও আসেনি: সেব্রিনা ফ্লোরা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২২ ১৯:০৪

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়ছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হলেও লকডাউনের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক।

বিজ্ঞাপন

২০২১ সালে সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়ে গেলে লকডাউনের সিদ্ধান্ত দেয় সরকার। এমন অবস্থায় সোমবার (১৭ জানুয়ারি) দেশে কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের দৈনিক হার ২০ দশমিক ৮৭৬ শতাংশ।

এমন অবস্থায় দেশে লকডাউন নিয়ে কোনো পরিকল্পনা করা হচ্ছে কিনা জানতে চাইলে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘সংক্রমণ দ্রুত বাড়ছে, আমরা বিষয়টি নজরে রাখছি। এখন পর্যন্ত লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি।’

তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু করোনা শনাক্তের হার বা সংক্রমণ ও মৃত্যুর বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় না। জীবিকা ও অর্থনীতির বিষয়টিও আমাদের মাথায় রাখতে হয়। তবে সবাইকে স্বাস্থ্যবিধির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’

স্বাস্থ্যবিধি না মেনে লকডাউন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি না করার অনুরোধ জানান অধ্যাপক ফ্লোরা।

তিনি বলেন, ‘আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এমন পরিস্থিতি আমরা তৈরি করব না যাতে লকডাউন দিতেই হয়।’

বিজ্ঞাপন

এ সময় সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ করার অনুরোধ জানান তিনি।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘রাজধানী ঢাকাসহ সারাদেশে এক স্থান থেকে আরেক স্থানে বহু মানুষ প্রতিদিন যাতায়াত করছে। এতে করোনার সংক্রমণ ব্যাপক ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সংক্রমণ রোধে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু পরীক্ষা ও শনাক্ত করলেই চলবে না।’

এ দিন ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরসহ অন্যান্যরা।

সারাবাংলা/এসবি/একে

করোনা করোনাভাইরাস কোভিড-১৯ সেব্রিনা ফ্লোরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর