Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন, গুরুত্ব পাবে আইনশৃঙ্খলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২২ ১৯:০৯

ফাইল ছবি

ঢাকা: সরকারের কর্মকাণ্ড মাঠ পর্যায়ে তরান্বিত করার পাশাপাশি নীতি নির্ধারনী বিষয় ও উন্নয়ন কর্মসূচী বিষয়ে দিক নির্দেশনা দিতে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভার্চুয়াল প্লাটফর্মে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সকল জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা উপস্থিত থাকবেন। সোমবার (১৭ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের প্রেক্ষাপটে পাঁচ দিনের সম্মেলন সংক্ষিপ্ত করে তিন দিনের করা হয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধন না করে এবার এ সম্মেলনের মূল অনুষ্ঠানের আয়োজন ওসমানী স্মৃতি মিলনায়তনে করা হয়। তবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতি ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হবেন। আর জেলা প্রশাসকরা অংশ নেবেন ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে।

আরও জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম দিনের সম্মেলনের প্রথম অধিবেশন হবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, অর্থ বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা বিভাগ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে। দ্বিতীয় অধিবেশন হবে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এর আওতাধীন সংস্থাগুলোর সঙ্গে। তৃতীয় অধিবেশনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, চতুর্থ অধিবেশনে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, মাদরাসা ও কারিগরি বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে। পঞ্চম এবং প্রথম দিনের শেষ অধিবেশনে আলোচনা হবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়। এরপর সন্ধ্যায় রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের নানা বিষয়ে ভার্চুয়ালি দিক নির্দেশনা দেবেন। এর মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হবে।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনে আগামী বুধবার (১৯ জানুয়ারি) সরকারের সকল মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা অনুষ্ঠিত হবে। এবার সম্মেলনের তিন দিনে উদ্বোধনী অধিবেশনসহ মোট ২৫টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা মিলিয়ে মোট ৫৫ টি প্রতিষ্ঠানের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব, সচিব, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে আলোচনা করবেন। সম্মেলনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে ২৬৩টি এজেন্ডা নির্ধারণা করা হয়েছে। এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের ১৮টি। এছাড়া, জনপ্রশাসন, শিক্ষা, স্থানীয় সরকার বিভাগের প্রস্তাব সবচেয়ে বেশী।

সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ পূনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্ম সৃজন, দারিদ্র বিমোচন কর্মসূচী বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচী বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গর্ভনেন্স। শিক্ষার মান উন্নয়ন ও বাস্তবায়ন, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পরিবীক্ষণ ও সমন্বয়।

নির্ধারিত সুচী অনুযায়ী, ১৮ জানুয়ারি সকাল দশটায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ জেলা প্রশাসকদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এরপর ১৯ জানুয়ারি শুভেচ্ছা বক্তব্য দেবেন জাতীয় সংসদের স্পিকার শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকী।

উল্লেখ্য, জেলা প্রশাসক সম্মেলনে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে নানা সুবিধা ও অসুবিধা তুলে ধরেন জেলা প্রশাসকরা। এর বিপরীতে তাদের নানা দিকনির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন। সেজন্য এই সম্মেলন এবং জেলা প্রশাসকদের প্রস্তাব বিশেষ গুরুত্ব বহন করে।

সারাবাংলা/জেআর/এনএস

জেলা প্রশাসক সম্মেলন

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর