Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আক্রান্তদের সিকোয়েন্সিংয়ে ডেল্টার প্রাদুর্ভাব বেশি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২২ ১৯:১৩

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়ছে। কোভিড-১৯ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক থাকলেও বাংলাদেশে এখন পর্যন্ত যারা সংক্রমিত হয়েছেন তাদের নমুনা সিকোয়েন্সিং করে দেখা গেছে ডেল্টার প্রাদুর্ভাব বেশি। এ জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি নিয়ে আায়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, `আমাদের জনমনে এমন একটা বিষয় প্রচলিত আছে যে ওমিক্রন নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এতে খুব বড় ধরনের সমস্যা হয় না। আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ও আইইডিসিআর যেখানে জিনোম সিকোয়েন্সিং করে তারা কিন্তু বলছে ভিন্ন কথা। তারা বলছে এখন পর্যন্ত সংক্রমণ হওয়া ব্যক্তিদের উপরে সমীক্ষা চালিয়ে দেখতে পেয়েছেন যে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ হারই বেশি।’

তিনি আরও বলেন, ‘ওমিক্রন বাড়ছে তবে সেটা ডেল্টার মতন নয়। ঢাকাতে ওমিক্রন কিছু বাড়ছে কিন্তু আমাদের অন্যান্য শহরগুলোতে ডেল্টার প্রাদুর্ভাব বেশি। এর আগে আপনারা ডেল্টার ভয়াবহতা দেখেছেন। এজন্য সবাইকে সাবধান হতে হবে।’

স্বাস্থ্য অধিদফতরের ডিজি বলেন, ‘বুস্টার ডোজের ভ্যাকসিন ৬০ বছর বয়সীদের উপরে যারা আছেন তাদের দেওয়া হচ্ছিল। সেটাকে কমিয়ে ৫০ বছরে আনা হয়েছে। এটা কেবিনেট থেকে আমাদের একটু আগে জানানো হয়েছে। এর পাশাপাশি সম্মুখসারির যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সংক্রমণ হার যেভাবে বাড়ছে তা যদি আমরা সংবরণ না করি ও এটাকে প্রতিহত করার প্রচেষ্টা অব্যাহত ও শক্তশালী না করি তবে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন কোভিড-১৯ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ আগের চেয়ে বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কেবিনেট থেকে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্যবিধি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো না মানলে শাস্তির আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এসবি/একে

করোনাভাইরাস খুরশীদ আলম ডেল্টা স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্যের ডিজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর