Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদিপুর সীমান্তে ২৯৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২২ ১৯:৩৫

বেনাপোল: বেনাপোল সীমান্ত থেকে ২ হাজার ৯৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তের মধ্যেপাড়া মসজিদের পাশ থেকে রোববার এই চালানটি উদ্ধার করা হয়। তবে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

সোমবার (১৭ জানুয়ারি) ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাহেদ মীনহাজ সিদ্দিকী জানান, ভারত থেকে মাদক চোরাচালানিরা বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে আসছিল। এসময় বিজিবির টহল দল ওই এলাকায় তাদের ধাওয়া করলে তারা ফেনসিডিলের চালান ফেলে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া কয়েকটি বস্তা থেকে ২৯৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ১১ লাখ ৯৫ হাজার টাকা।

তিনি আরও জানান, উদ্ধার করা ফেনসিডিল যশোর ব্যাটালিয়নে নিয়ে ধ্বংস করতে সিজার লিস্ট করা হয়েছে।

সারাবাংলা/এমও

ফেনসিডিল উদ্ধার বিজিবি সাদিপুর সীমান্ত


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর