গাইবান্ধা: গাইবান্ধা জেলা পরিষদের সামনে ট্রাক্টর চাপায় মজিবর রহমান নান্টু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শহরের আলকাউসার আবাসিক হোটেলে ম্যানেজার পদে চাকরি করতেন।
গাইবান্ধা জেলা পরিষদের সামনের সড়কে সোমবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। উত্তেজিত জনতা চালকসহ ট্রাক্টরটি আটক করে পুলিশের সোর্পদ করে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আবাসিক হোটেলের বোর্ডারের তালিকার হিসাব দেখাতে সদর থানায় যাওয়ার পথে বেপরোয়া গতির ট্রাক্টর চাপায় গুরুতর আহত হন নান্টু। স্থানীয়রা তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মজিবর রহমান নান্টুকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।