পাট পণ্য রফতানিতে ৫০ কোটি ডলার আয়
১৬ জানুয়ারি ২০২২ ২০:৩৫
ঢাকা: দেশের অর্থনীতিতে বস্ত্র ও পাট খাতের গুরুত্ব অপরিসীম বলে জাতীয় সংসদে দেওয়া ভাষণে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একইসঙ্গে ভাষণে এই খাতের অর্জনগুলোও তুলে ধরেন তিনি।
রোববার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে ভাষণ ভাষণ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন শুরু হয়েছে। রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে থাকেন রাষ্ট্রপতি।
ভাষণে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্র ও পাট খাতের গুরুত্ব অপরিসীম। পাটখাতের পাশাপাশি বস্ত্র খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে বড় ধরনের অবদান রাখছে। ২০২০-২১ অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে ৩১ দশমিক চার-ছয় বিলিয়ন মার্কিন ডলার অর্জিত হয়েছে।
পাট খাতের উৎপাদন ও রফতানির তথ্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২০-২১ অর্থবছরে দেশে ৭২ লাখ ৮৬ হাজার বেল পাট উৎপাদিত হয়েছে। এই অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রফতানি করে ৫০ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার আয় হয়েছে।
পাট ও বস্ত্র খাতের সঙ্গে রাষ্ট্রপতি গত অর্থবছরে অন্যান্য খাতের বিভিন্ন তথ্যও তুলে ধরেন। একইসঙ্গে দেশের অর্থনৈতিক অগ্রগতির তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি অব্যাহত ছিল। জীবন ও জীবিকার সমন্বয়ের লক্ষ্য নিয়ে সরকার বৈশ্বিক এই মহামারি সফলভাবে মোকাবিলা করেছে।
রাষ্ট্রপতি তার বক্তব্যে দেশের অর্থনৈতিক অগ্রগতিসহ বিভিন্ন খাতে এগিয়ে যাওয়ার জন্য বস্ত্র ও পাট খাতের মতো অন্যান্য শিল্প খাতের উন্নয়নকে অন্যতম নিয়ামক বলে উল্লেখ করেন।
আরও পড়ুন-
- ষড়যন্ত্রকারীদের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে: রাষ্ট্রপতি
- সব এমপিকে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখার আহ্বান
- ‘প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে করোনা মহামারি মোকাবিলা করে যাচ্ছি’
সারাবাংলা/টিআর