Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ


১১ এপ্রিল ২০১৮ ১১:৫০ | আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ১১:৫৭

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা : কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। তার সংশ্লিষ্ট এলাকাগুলোর রাস্তা অবরোধ করে রেখেছেন।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল ইউনিভার্সিটি ও গ্রীন রোডের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেন।

এশিয়া প্যাসিফিক শিক্ষার্থীরা পান্থপথ মোড় অবরোধ করে রাখায় রাসেল স্কয়ার দিয়ে কোনো যানবাহন কারওয়ানবাজারের দিকে আসতে পারছে না।  কারওয়ানবাজার থেকেও নিউমার্কেটগামী যান চলাচলও বন্ধ হয়ে গেছে।

ধানমণ্ডি ২৭ এ ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় মিরপুর-নিউমার্কেট রুটে কোনো যান চলাচল করছে না।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর