Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারাবোতেই মিলছে উন্নত চিকিৎসাসেবা: মেয়র হাছিনা গাজী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২২ ১৫:০৩

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলা লী‌গের সভাপ‌তি ও তারা‌বো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেছেন, ‘জনগণ যেন সুন্দর স্বাভাবিক এবং নির্মল পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারে, সে লক্ষ্যেই তারা‌বো পৌরসভার পক্ষ থে‌কে উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতী‌ক) অক্লান্ত পরিশ্রমে এখন তারা‌বো পৌরসভায় পাওয়া যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির উন্নত মানের চিকিৎসাসেবা।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপু‌রে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভব‌নে আয়োজিত এক অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ‌রিদ্রদের মা‌ঝে বিনামূ‌ল্যে স্বাস্থ্যসেবা দিতে লালকার্ড বিতরণে এই আয়োজন করা হয়। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সা‌র্ভি‌সের ডে‌লিভারি প্রক‌ল্পের দ্বিতীয় পর্যায়ের নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কে‌ন্দ্রের মাধ্যমে বিনামূ‌ল্যে ৪০০ প‌রিবা‌রের মা‌ঝে এই লালকার্ড বিতরন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে তারাবো পৌরসভার মেয়র বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছিলেন। শত বাধা-বিপত্তি পার হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গঠন করতে দৃঢ় প্রতিজ্ঞ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সুচিকিৎসা প্রয়োজন উল্লেখ করে হা‌ছিনা গাজী বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি মানুষের মেডিকেল চেক-আপ জরুরি। কিন্তু নানান ঝামেলার কারণে মানুষকে এসব সেবা নেওয়ার ক্ষেত্রে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। চিকিৎসা সেবা প্রার্থীদের যেন এসব ঝামেলায় পড়তে না সেজন্য এসব কার্ড বিতরণ করা হচ্ছে।’

তারা‌বো পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আক্তার হো‌সেন মোল্লার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা ফি‌রোজ ভুঁইয়া, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সা‌র্ভি‌সের ডে‌লিভারি প্রক‌ল্পের প্রকল্প ব্যবস্থাপক জ‌হিরুল আলম সিকদার, নগর স্বাস্থ্য কে‌ন্দ্রের মে‌ডি‌কেল অফিসার ডাক্তার সান‌জিদা আফরিন শ্রাবণীসহ অনে‌কে।

সারাবাংলা/এমও

তারাবো তারা‌বো পৌরসভা হাছিনা গাজী

বিজ্ঞাপন

আজ সশস্ত্র বাহিনী দিবস
২১ নভেম্বর ২০২৪ ০৯:১৬

আরো

সম্পর্কিত খবর