Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২২ ১৭:২৩

প্রতীকী ছবি

গাজীপুর: কালীগঞ্জ ও পূবাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে আড়িখোলা চুয়ারিয়াখোলা ও পূবাইলের তালটিয়া রেলগেটের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ২৫ বছর ও অন্যজনের ৩৫ বছর। পূবাইলে নিহত ব্যক্তির পরনে ছিলো কালো গেঞ্জি ও ব্লু কালারের জিন্স পেন্ট।

রেলওয়ে পুলিশের নরসিংদী ফাঁড়ির উপ-পরিদর্শক এমাইদুল জিহাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

এমাইদুল জিহাদী বলেন, সকালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলওয়ে সড়কে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের হুকে করে যাচ্ছিল অজ্ঞাত এক যুবক। পরে ওই সড়কের দড়িপাড়া রেলক্রসিং পার হওয়ার পর আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে চুয়ারিয়াখোলা এলাকায় ট্রেন জাম্প করলে তিনি পড়ে যান। একই রেলসড়কে কমলাপুর টু চট্টগ্রামগামী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে পূবাইলে যুবকের মৃত্যু হয়। লাশের দুই পা, দুই হাত ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসএসএ

ট্রেন দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর