নায়িকা শিমু হত্যা: স্বামী ও তার বন্ধুর ১০ দিনের রিমান্ড আবেদন
১৮ জানুয়ারি ২০২২ ১৭:৫৫
ঢাকা: বাংলা চলচ্চিত্রের অভিনয়শিল্পী রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু আব্দুল্লাহ ফরহাদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) কেরানীগঞ্জ মডেল থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই চুন্নু মিয়া সন্ধ্যায় আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
কিছু সময় পরে ঢাকার জুডিশিয়াশাল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক রাবিয়া বেগমের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গতকাল সোমবার (১৭ জানুয়ারি) কেরানীগঞ্জ থেকে চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। বর্তমানে তার লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে রাখা হয়েছে। মর্গে শিমুর স্বামী ও গাড়িচালক ফরহাদ গেলে সোমবার তাদের আটক করে র্যাব।
সারাবাংলা/এআই/এসএসএ