Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে কিশোরকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২২ ২২:১০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ২২:৩১

ঢাকা: রাজধানীর দারুসসালাম মাজার রোড লালকুঠি এলাকায় মো. বিজয় (১৮) নামের এক কিশোরকে কুপিয়ে দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে লালকুঠি মাজার রোডে ঘটনাটি ঘটে। আহত বিজয়কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বিজয়ের বাবা মো. হেলাল বলেন, তিনি লালকুঠি বাজারে মাছের ব্যবসা করেন। ছেলে বিজয় স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে এবং তার ব্যবসার কাজে সাহায্য করে। বিজয়ের খালু মো. ইসলাম লালকুঠি আনন্দনগরে বিকাশের ব্যবসা করেন। সন্ধ্যার দিকে দোকান থেকে দুই লাখ টাকা নিয়ে লালকুঠি আনন্দনগর খালু মো. ইসলামের বিকাশে দোকানে যাওয়ার পথে ছিনতাইয়ের কবলে পড়ে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দোকানের কাছাকাছি গেলে এলাকার আট-দশ জন যুবক টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিজয় বাধা দিলে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

আহত বিজয় বলে, যারা তার কাছ থেকে টাকা নিয়ে গেছে। তাদের চেহারা দেখলে চিনতে পারবে। তবে নাম জানে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত বিজয়ের বাম কাধে পিঠে ও বাম পায়ে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। বিষয়টি দারুস সালাম থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একেএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর