Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক হাবীবুর রহমান ‘সড়ক দুর্ঘটনায়’ নিহত

সিনিয়র রিপোর্টার
১৯ জানুয়ারি ২০২২ ০৯:১৩ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১৭:০০

ঢাকা: দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (১৯ জানুয়ারি) রাত আড়াইটার পর রাজধানীর হাতিরঝিল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই এনামুল হক বলেন, রাত দুটা ৩৫ মিনিটের দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি প্রান্তের সিদ্দিক মাস্টারের ঢালের একটু সামনে একটা মসজিদের কাছে হাতিরঝিল সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ধাক্কা দিয়ে আছড়ে পড়ে। পরে মাজদার রহমান নামে এক পথচারী ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য হাবীবুর রহমানের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

হাবীবের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়। তার বাবা মোহাম্মদ পিয়ার মিয়া। হাতিরঝিল এলাকার ৫/এ জোহরা মঞ্জিলে থাকতেন তিনি। বিবাহিত হাবীব এক সন্তানের জনক ছিলেন।

সারাবাংলা/ইউজে/এএম

হাবীব রহমান