চট্টগ্রাম ব্যুরো: একদিনের ব্যবধানে আড়াইশ বেড়ে চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেছে। একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
বুধবার (১৯ জানুয়ারি) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৮৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ৮২৯ জন নগরীর এবং ১৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
মহানগরের বাইরে করোনায় আক্রান্ত হিসেবে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারী উপজেলায় ৫১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নগরীতে একজন ছাড়া উপজেলায় মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।
নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ১৯২ জনের। এ হিসেবে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৮ শতাংশ।
মঙ্গলবারের প্রতিবেদনে চট্টগ্রামে ৭৩৮ জন আক্রান্তের তথ্য এসেছিল। এ হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৫১ জন।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ওই বছরের ৯ এপ্রিল করোনায় প্রথম কেউ মারা যান।
জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানিয়েছেন, গত ২১ মাসে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ৭ হাজার ৪৪৬। মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৪১।