Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়বে না ভোজ্যতেলের দাম’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২২ ১৩:২২ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১৫:৩৩

ফাইল ছবি

ঢাকা: আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভোজ্যতেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আগামী ৬ ফেব্রুয়ারির পর দাম বাড়বে না কমবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে  বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের বড় সুবিধা তাদের ডিউটি স্ট্রাকচার আমাদের চেয়ে অনেক কম। আমাদের যেখানে ১৮ থেকে ২০ শতাংশ, সেখানে তারা মাত্র ৫ শতাংশ দেয়। আমাদের এসব বিবেচনা করে দেখতে হবে।

তিনি বলেন, আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি একটু সময় দিতে। আমরা আগামী ৬ তারিখ, মানে ১৬ দিন পর বসে দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াবে। কমানোর প্রয়োজন হলে কমাবে। সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হয় সেটি করা হবে। তবে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা নিজেরা নিজেরা কিছু দাম বাড়িয়েছিলো আমাদের না জানিয়ে। সেটাও তারা (ব্যবসায়ী) বলেছে যে কনসিডার করবে।

উল্লেখ্য, বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারিত আছে।

সারাবাংলা/জিএস/এসএসএ

টপ নিউজ ভোজ্যতেলের দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর