Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুয়া ৭ চিকিৎসককে গ্রেফতার করেছে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২২ ১৭:১৯

ঢাকা: চীনের তাইশান মেডিকেলের এমবিবিএস পাসের ভুয়া সনদধারী সাত চিকিৎসককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাত জন হলেন- ইমান আলী, সুদেব সেন, তন্ময় আহমেদ, মোক্তার হোসেন, কাওছার, রহমত আলী ও মাসুদ পারভেজ।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার মনিরের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে বলে জানা গেছে।

এর আগে, ২০২০ সালের ডিসেম্বরে ভুয়া ১২ চিকিৎসক, বিএমডিসির দুই কর্মকর্তাসহ ১৪ জনকে আসামি করে মামলা করে দুদক।

সেই মামলার এজহারে বলা হয়, আসামিরা টুরিস্ট ভিসায় চীনে ঘুরতে গিয়ে স্কুল অব ইডুকেশন তাইশান মেডিকেলে না পড়েই ভুয়া সনদ তৈরি করে। মেডিকেল কর্তৃপক্ষের কাছে খোঁজ নিয়ে ও সই যাচাই করে সনদ মিথ্যা প্রমাণিত হয়। বর্তমানে তারা বিএমডিসির অনুমোদন নিয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন বলে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এসজে/পিটিএম

গ্রেফতার দুদক ভুয়া চিকিৎসক


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর