Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা সংস্কার আন্দোলন: বিক্ষোভে যানচলাচল বন্ধ চট্টগ্রামে


১১ এপ্রিল ২০১৮ ১৩:০৮ | আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ১৩:১০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে প্রশাসনের বাধা উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছে হাজার হাজার শিক্ষার্থী। নগরীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অবস্থানের কারনে যানচলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

বুধবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় আসেন। সেখানে অবরোধের খবরে পুলিশ আগে থেকেই অবস্থান নিয়ে বেস্টনী তৈরি করেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা পুলিশের নিরাপত্তা বেস্টনী ভেঙে দুই নম্বর গেইটের সামনের সড়কে অবস্থান নেয় কয়েক হাজার শিক্ষার্থী। প্রখর রোদ উপেক্ষা করে শিক্ষার্থীরা সেখানে কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পাশাপাশি শ্লোগান দিচ্ছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধেও।

বেস্টনী ভেঙে ফেলার পর কর্তব্যরত পুলিশ সদস্যরা সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

এর বাইরে ষোলশহর রেলস্টেশনে অবস্থান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিক্ষোভ করছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম সারাবাংলাকে বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শিক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণ আন্দোলনে থাকে, তাদের আমরা বোঝানোর চেষ্টা করছি। আশা করছি অপ্রীতিকর কিছু হবে না।

এদিকে দুই নম্বর গেইটে সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে সকাল ৯টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ষোলশহর রেলস্টেশনে এসে অবস্থান নেন। তারা রেললাইন অবরোধ করে রাখলে সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অভিমুখী শাটল ট্রেনটি ষোলশহর স্টেশন অতিক্রম করতে পারেনি।
কোটাবিরোধী শিক্ষার্থীদের ডাকে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিও পালন করছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/আইএ/এমএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর