Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ইউনিক বিজনেস আইডি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২২ ১৮:৩৫

ঢাকা: ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইউনিক বিজনেস আইডি (ইউবিআইডি) চালু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১৯ জানুয়ারি) আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আইসিটি বিভাগের কারিগরি সহায়তায় নির্মিতব্য প্ল্যাটফর্ম বিনিময়’র অগ্রগতি পর্যালোচনা শেষে সংবাদ মাধ্যমকে তিনি এ তথ্য জানান।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যদের মধ্যে এটুআই পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, এটুআই টেকনিক্যাল হেড রেজওয়ানুল হক জামি, ই-ক্যাব পরিচালক এবং চালডালের সহ-প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ, বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের যুগ্মসচিব সাঈদ আলীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল ব্যবসায়ীদের সবাইকে ইউবিআইডি’তে নিবন্ধন করতে হবে। এর মাধ্যমে ফেসবুকে যারা ব্যবসা করছেন তারও নিবন্ধের আওতায় আসবেন। আর নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কারো অভিযোগ থাকলে সেন্ট্রাল লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) এর মাধ্যমে তা নিষ্পত্তি করতে হবে।

ফেব্রুয়ারি মাস থেকে এবং মার্চে দেশীয় ই-কমার্সে আন্তঃলেনদেনের প্ল্যাটফর্ম বিনময় উদ্বোধন করা হবে বলে মন্ত্রী জানান। এছাড়া পরবর্তীতে সেন্ট্রাল লজিস্টিক ট্রাকিং প্লাটফর্ম (সিএলটিপি) চালু করা হবে।

পলক বলেন, প্রযুক্তিকে ব্যবহার করে শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি মাধ্যমে ডিজিটাল ব্যবসায় যে আস্থাহীনতা, বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে তা দূরীভূত হবে।

সারাবাংলা/ইএইচটি/একেএম

ই-কমার্স টপ নিউজ তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ (পলক)


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর