Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২২ ২০:০৭

প্রতীকী ছবি

চাঁদপুর: চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণের কারণে এরইমধ্যে নার্সিং ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ শাহাদাত হোসাইন।

তিনি জানান, চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে অধ্যায়নরত ১৯০ শিক্ষার্থীর মধ্যে ৫২ জন শিক্ষার্থী করোনা পজিটিভ। এ কারণে ইতিমধ্যে নার্সিং ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আক্রান্ত শিক্ষার্থীদের আইসোলেশনে রাখা হয়েছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মাহবুবুর রহমান জানান, গত তিন দিন যাবত ৫২ জন আক্রান্ত হয়েছে। যার মধ্যে রোববার ৬ জন, সোমবার ১১ জন এবং মঙ্গলবার ৩৫ জন আক্রান্ত হয়। আক্রান্তদেরকে আমরা আলাদাভাবে আইসোলেশনে রেখেছি। তাদেরকে বাড়ি যেতে নিষেধ করা হয়েছে এবং নজরদারিতে রাখা হয়েছে।

এ কে এম মাহবুবুর রহমান বলেন, ‘আজকে রিপোর্ট এখনও হাতে আসেনি। রিপোর্ট এলে পরিস্থিতি বোঝা যাবে।’

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর