Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাবিপ্রবিতে অনশনকারী কয়েক শিক্ষার্থী অসুস্থ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২২ ১২:৪১

অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দেন রাগীব রাবেয়া মেডিকেলের ডা. বাবলু, ছবি: সারাবাংলা

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগে আমরণ অনশনরত কয়েক শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমান তাদেরকে অনশনরত স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, অনশনরত শিক্ষার্থীদের মধ্যে, একজন শিক্ষার্থী গতকাল বুধবার (১৯ জানুয়ারি) রাত ৩টা দিকে বমি করে, আরেকজনের জ্বর উঠে, আরেকজন শিক্ষার্থী আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোর ৫টার দিকে দুর্বল হয়ে পড়ে। এতে সকাল ১১টার দিকে চিকিৎসা দিতে আসেন রাগীব রাবেয়া মেডিকেলের ডা. বাবলু।

বিজ্ঞাপন

আরও পড়ুন: অনশনরত শিক্ষার্থীদের কাছে গেলেন শাবিপ্রবি শিক্ষকরা

তিনি বলেন, আমি আসার পর দুইজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি বাকি যারা অসুস্থতাবোধ করছেন তাদেরকেও দেখতেছি।

ডা. বাবলু বলেন, যাদের চিকিৎসা দিয়েছি তাদের মধ্যে একজন অ্যাজমা রোগী ছিলেন। রাতে বেশি শীত থাকায় তার শ্বাসকষ্ট বেড়েছে। তাই তাদের পালস বেশি হচ্ছে। বাকি সব ঠিক আছে। তাদের পেশার ঠিক আছে, তবে কেউ গুরুতর অসুস্থ হয়নি।

এদিকে বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে এ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। এতে ২৪জন শিক্ষার্থী এ অনশন অংশ নেন। তারমধ্যে ১৫ জন ছেলে এবং ৯ জন মেয়ে রয়েছেন।

সারাবাংলা/এনএস

অনশন শাবিপ্রবি শাবিপ্রবি আন্দোলন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর