Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২২ ১৮:০৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ২০:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ জন চাকরিপ্রার্থী।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। এতে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ-এর স্বাক্ষর ছিল।

এবার ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছিলেন  প্রায় চার লাখ চাকরিপ্রার্থী।

দেশের সাত বিভাগীয় কেন্দ্রে গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর পিএসসি প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে চাকরির জন্য চূড়ান্তদের সুপারিশ করবে।

বিজ্ঞাপন

এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তাকে নিয়ােগ দেওয়া হবে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

সারাবাংলা/টিএস/একে

৪৩তম বিসিএস টপ নিউজ পিএসসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর