Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস সিলিন্ডার থেকে আগুন, বসতবাড়ি পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২২ ১৯:৪৩

বগুড়া: জেলার গাবতলীতে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে এক পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই পরিবারের প্রায় ছয় লাখ টাকা পরিমাণ ক্ষতি হয়ছে।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গাবতলী সদর ইউনিয়নের উঞ্চরকী দক্ষিণপাড়া গ্রামে। ওই গ্রামের ক্ষতিগ্রস্ত আবুল কাসেম মোল্লা, ঘটনার দিন সন্ধ্যায় বাজার থেকে ভরা গ্যাস সিলিন্ডার এনে ঘরের মধ্য চুলার সঙ্গে সংযোগ দেন। চুলায় গ্যাস সংযোগ না পাওয়ায় গৃহকর্তা আবুল হোসেন গ্যাস সিলিন্ডারের ওয়ার টেষ্টার দিয়ে সচল করার চেষ্টাকালে ওয়াসার লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। আগুনে টিনশেড দুইটি ঘরসহ রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আসবাপত্র, খাট, স্টিলের বাক্স, ফ্রিজ, বৈদুৎতিক মোটর, পাখা, বিভিন্ন প্রকার কাপড়, লেপ-কাঁথা, ধান, চাল এবং নগদ ২৫ হাজার টাকাসহ ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় গাবতলী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনার স্থানে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

গাবতলী সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর