Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবির রেজিস্ট্রার ড. আবু তাহেরকে অপসারণের দাবিতে ভবনে তালা

কুবি করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২২ ২৩:১০

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের অপসারণের দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা রেজিস্ট্রার দফতরে তালা ঝুলিয়েছে। রেজিস্ট্রারের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রেজিস্ট্রার দফতরে আন্দোলনকারীরা তালা ঝুলায়। এখনও তালা লাগানো আছে দফতরটিতে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে রেজিস্ট্রার দফতরের সামনে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের জড়ো হয়ে ‘এক দফা এক দাবি, রেজিস্ট্রারের পদত্যাগ চাই’, ‘রেজিস্ট্রারের পদত্যাগ, দিতে হবে দিয়ে দাও’- সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়৷ এ সময় অফিসার্স এসোসিয়েশন, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতি, কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তারা বলেন, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘বর্তমান রেজিস্ট্রার তার স্বপদে ফিরে গেলেই তো ঝামেলা মিটে যায়। সরকার উনাকে নিয়োগ দিয়েছেন অধ্যাপনার জন্য কিন্তু দায়িত্ব পালন করছেন কর্মকর্তার যা সরকারের অর্থের অপচয়।’

প্রসঙ্গত, কুবি রেজিস্ট্রারের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি বঞ্চিত করা, বিএনপি-জামায়াত পন্থীদের সুবিধা প্রদান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগে দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে রেজিস্ট্রারকে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা বুধবার থেকে প্রশাসনিক ভবনে আন্দোলন করছেন।

সারাবাংলা/একে

অনিয়ম কুবি রেজিস্ট্রার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভবনে তালা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর