Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ২৪ ঘণ্টায় ৭০৩ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২২ ১১:০৩

ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৭০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট চার লাখ ৮৮ হাজার ৩৯৬ জন মারা গেলেন। একইসঙ্গে, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন লাখ ৪৭ হাজার ২৫২ জন। ভারতে মোট করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি ৮৫ লাখ ৬৬ হাজার ২৭ জন।

এদিকে, ২৪ ঘণ্টায় দেশটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ লাখ ৩৫ হাজার ৯১২টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৪ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন আরও দুই লাখ ৫১ হাজার ৭৭৭ জন। মোট সুস্থ হয়েছেন তিন কোটি ৬০ লাখ ৫৮ হাজার ৮০৬ জন।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

রাজ্যভিত্তিক সংক্রমণে সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, দিল্লি, ওড়িষা এবং ছত্তিশগড়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ৯৩২ জন। ভারতে বর্তমানে করোনা শনাক্ত রোগী আছেন ৯৪ হাজার ৭৭৪ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭০ লাখ ৪৯ হাজার ৭৭৯ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ১৬০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৪৮৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৪০ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে পাঁচ লাখ ৭ হাজার ৮৬১টি নমুনা পরীক্ষা করা হয়। ২০২১ সালের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতের উপরে রয়েছে যুক্তরাষ্ট্র ও নিচে ব্রাজিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

করোনাভাইরাস ভারত

বিজ্ঞাপন

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

আরো

সম্পর্কিত খবর